Welcome to Dept. of Physics
উত্তরবঙ্গের প্রবেশ দ্বার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আকবর আলী কলেজ। অত্র অঞ্চলের তরুণদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে জীবনমানের উন্নতি ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ার লক্ষ্যে ১৯৭০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় । ১৯৮৪ সালে এটি সরকারিকরণ করা হয়। দেশ ও জাতির মহান ব্রত নিয়ে প্রত্যাশিত সুনাগরিক গড়ার অদম্য ইচ্ছায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। বাঙালির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি অবিরত অবদান রেখে চলেছে। আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে কলেজটির ভূমিকা অগ্রগণ্য। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর কাজ করে চলেছে।
দেশাত্ববোধ,মানবতাবোধ ও জাতিসত্ত্বার প্রতি মমত্ববোধ সৃষ্টি এবং জ্ঞান ও প্রতিভার সুপ্ত বাসনায় শিক্ষাথীদের প্রেরণাদীপ্ত করার উদ্দেশ্যে আমরা পরিচালনা করছি নিয়মিত শিক্ষা কার্যক্রমসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও সৃজনশীল কর্মকান্ড বিকাশের জন্য রোর্ভার স্কাউট, বিজ্ঞান ক্লাব, বির্তক ও বত্তৃতা ক্লাব রয়েছে। আমি অত্র কলেজে যোগদানের পর 2017 সালে বিএনসিসি ইউনিট স্থাপন করেছি। বিএনসিসির ক্যাডেটরা এখান থেকে প্রশিক্ষণ লাভ করে পুলিশ ও সেনাবাহিতে চাকুরির সুযোগ পেয়েছে। ঢাকা ও পাবনা হাইওয়ের পার্শ্বে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত কলেজেটিতে রয়েছে বিশাল খোলর মাঠ, পুকুর, ক্যাম্পাস সংলগ্ন ছাত্র-ছাত্রী হোস্টেল এবং দৃষ্টি নন্দন মসজিদ। উচ্চমাধ্যমিক, ডিগ্রী (পাস) ও ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সংগ্রাম ও কর্মকে আগামী প্রজন্মের কাছে উপস্থাপনের জন্য বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু চত্ত্বর প্রতিষ্ঠা করা হয়েছে। যা অত্র অঞ্চলের সুধিজনের ভূয়শি প্রশংসা অর্জন করেছে
Click here to know more
“I believe our flag is more than just cloth and ink. It is a universally recognized symbol that stands for liberty, and freedom. It is the history of our nation, and it’s marked by the blood of those who died defending it.”